চট্টগ্রামে শুরু হচ্ছে সরাসরি ই-কমার্স ট্রেনিং!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের, ডব্লিউটিও সেল কর্তৃক বাস্তবায়নাধীন “ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো” প্রকল্পের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই- কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সহায়তায় চট্টগ্রাম বিভাগে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আবেদন ফরম: https://forms.gle/XnrNesN3jCAfquJE8
ট্রেনিং শুরু: ৩১ জানুয়ারি, ২০২১
ট্রেনিংয়ের সময়: ৩১ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল ১০টা-বিকাল ৫টা (শুক্রবার বন্ধ থাকবে)
আবেদনের সময়সীমা: ৩০ জানুয়ারি, ২০২১, দুপুর ১২টা(কোন প্রকার রেজিস্ট্রেশন ফি ছাড়াই সম্পূর্ণ ফ্রি ১১ দিনের ই-কমার্স প্রশিক্ষণ)
ই-কমার্স উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) -এর উদ্যোগে ও ই-ক্যাব (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এর সহায়তায় শুরু হতে যাচ্ছে “ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো” প্রশিক্ষণ প্রকল্পটি।*** সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
*** যারা নিয়মিত ক্লাসে যুক্ত থাকতে পারবেন শুধু তারাই আবেদন করবেন।
*** প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
*** যারা ই-কমার্স ব্যবসা করছেন, ই-কমার্স প্রতিষ্ঠানে কাজ করছেন, নিজেদের ব্যবসাকে ই-কমার্সে পরিণত করতে চান বা ই-কমার্স করতে আগ্রহী এরকম চট্টগ্রাম বিভাগে বসবসকারী যেকোনো ব্যক্তি প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
*** নারী আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
*** প্রকল্প কর্তৃপক্ষ যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করবেন।
আবেদন ফরম: https://forms.gle/XnrNesN3jCAfquJE8
আসন সংখ্যা সীমিত। ট্রেনিং সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন- 01844052520, 01844052506